হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন?
বর্তমান কম্পিউটারের জগতে কম্পিউটার ব্যবহার করেনা এমন লোক পাওয়াই দুস্কর। আর এই কম্পিউটার ব্যবহার করতে গিয়ে সবাইকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এমনই একটি সমস্যা হলো কম্পিউটার উইন্ডোজ ওপেন/ স্টার্ট না হওয়া। আর তাই
আজ আমি আলোচনা করবো কম্পিউটার উইন্ডোজ ওপেন/ স্টার্ট না হলে কি করবেন?
যদি কখনো দেখা যায় যে, কম্পিউটার windows starting দেখাচ্ছে কিন্তু আসলে উইন্ডোজ ওপেন / Start হচ্ছে না তাহলে -
প্রথমে কম্পিউটারর এর র্যাম খুলে একটু ভালোভাবে পরিস্কার করে লাগিয়ে দেখুন।
যদি না হয় তবে র্যাম স্লট পরিবর্তন করে লাগিয়ে দেখুন।
এরপরও যদি না হয় তবে পাওয়ার সাপ্লাই পরিবর্তন করে দেখুন।
যদি আমার এই লেখাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন।
আর সবাই ভালো থাকবেন।
0 Comments