Ad Code

মোবাইল গরম হলে করণীয়। What Should be done when mobile is hot

হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

আপনার মোবাইল ফোন গরম হলে কি করবেন? অনেকেই এমন সমস্যার সম্মূখীন হয়ে হতাশ। খুব সহজ কয়েকটি বিষয় খেয়াল রাখলেই মোবাইল গরম হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন।

১। অতিরিক্ত এপস ইন্সটলঃ মোবাইল এ অতিরিক্ত এপস ইন্সটল করা থাকলে যা সাধারণত ব্যবহার করা হয় না। সেই সব এপস গুলো মোবাইল এ junk file হিসেবে পড়ে থাকে এবং মোবাইলকে  hang করতে বাধ্য করে। ফলে সবসময় মোবাইল অতিরিক্ত চাপে থাকে, তাই মোবাইল গরম হয়। সুতরাং অপ্রয়োজনীয় এপস গুলো ডিলিট করে রাখুন।

২। নেটওয়ার্কঃ অনেক সময় দেখায় যায়, বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্ক খুব উঠানামা করে। এমন পরিস্থিতিতে মোবাইল খুব গরম হয়। তখন অবশ্যই মোবাইল কিছুক্ষণ ফ্লাইট (Flight)  মুড এ রাখলে ঠাণ্ডা হয়ে যাবে।

৩। কিছু কিছু সময় দেখা যায় অনেকেই মোবাইল চার্জ দিয়ে ব্যবহার করেন। তখনো মোবাইল গরম হয়। আর তাই, সম্ভব হলে বন্ধ করে চার্জ দিন দেখবেন মোবাইল গরম হবে না। আর ব্যাটারিও অনেকদিন ভালো থাকবে।

আশা করি সবাই কমবেশি উপকৃত হবেন। নতুন কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন।

সবাই ভালো থাকবেন।

Post a Comment

0 Comments