Ad Code

মোবাইল এর ইন্টারনাল মেমোরি কমে গেলে কি করবেন?

আজ আলোচনা করবো কিভাবে আপনার মোবাইল এর ইন্টারনাল মেমোরি বাড়াবেন?
আজকাল এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন না এমন লোক নেই বললেই চলে। আর তাই, এমন লোকের সংখ্যাও কম নয় যারা এই মোবাইল এর মেমোরি / স্টোরেজ সমস্যায় ভোগেন না। মানুষের এই ভোগান্তির কথা চিন্তা করেই আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটা ছোট পোস্ট  নিয়ে অন্তত আপনাকে এই Low Memory / Storage pro
blem / মেমোরি কমে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

তো চলুন শুরু করা যাক।

** প্রথমে আপনি আপনার মোবাইল এর সেটিংস (Settings) অপশন এ যাবেন। নিচে স্ক্রিনশট দেওয়া হলোঃ


** তারপর এখান থেকে Storage এ ক্লিক করুন


** এরপর Internal storage এ ক্লিক করুন

** এরপর Cached data তে ক্লিক করুন
** এখন cached data তে ক্লিক করে ok করুন দেখবেন আপনার মোবাইল এর মেমোরি বেড়ে গেছে।

** এরপর একইভাবে মোবাইল এর apps option এ যাবেন।
** যত apps ইন্সটল করা আছে সবগুলোতে ক্লিক করে clear cached করে দিলে আপনার মোবাইল  এর মেমোরি অনেক বেড়ে যাবে। 

সবাই ভালো থাকবেন।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এ yes লিখবেন। ধন্যবাদ। 



Post a Comment

0 Comments