আজকাল এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন না এমন লোক নেই বললেই চলে। আর তাই, এমন লোকের সংখ্যাও কম নয় যারা এই মোবাইল এর মেমোরি / স্টোরেজ সমস্যায় ভোগেন না। মানুষের এই ভোগান্তির কথা চিন্তা করেই আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটা ছোট পোস্ট নিয়ে অন্তত আপনাকে এই Low Memory / Storage pro
তো চলুন শুরু করা যাক।
** প্রথমে আপনি আপনার মোবাইল এর সেটিংস (Settings) অপশন এ যাবেন। নিচে স্ক্রিনশট দেওয়া হলোঃ
** তারপর এখান থেকে Storage এ ক্লিক করুন
** এরপর Cached data তে ক্লিক করুন
** এখন cached data তে ক্লিক করে ok করুন দেখবেন আপনার মোবাইল এর মেমোরি বেড়ে গেছে।
** এরপর একইভাবে মোবাইল এর apps option এ যাবেন।
** যত apps ইন্সটল করা আছে সবগুলোতে ক্লিক করে clear cached করে দিলে আপনার মোবাইল এর মেমোরি অনেক বেড়ে যাবে।
সবাই ভালো থাকবেন।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এ yes লিখবেন। ধন্যবাদ।
0 Comments