Ad Code

কিভাবে আপনার ল্যাপটপ / কম্পিউটার এর গতি বাড়াবেন/ How to speed up your laptop or computer?

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আজ আপনার কম্পিউটার / ল্যাপটপ এর গতি কিভাবে বাড়াবেন তার একটি সহজ সমাধান বলে ‍দিব।

আমরা যারা কম্পিউটার / ল্যাপটপ ব্যবহার করি তারা অধিকাংশই মনে হয় এই সমস্যার সম্মুখীন হয়েছি। তবে এটি বড় কোন সমস্যা নয়। যেহেতু সবাই কম্পিউটার / ল্যাপটপ এ নানাধরণের গ্রাফিক্স সম্বলিত প্রোগ্রাম ব্যবহার করেন তাই এই ধরণের সমস্যার সৃষ্টি হয় ?

তো চলুন আসল কথায় আসা যাক।

কম্পিউটার / ল্যাপটপ এর গ্রাফিক্স সম্বলিত প্রোগ্রাম এর জন্য একটি সফট্ওয়ার ব্যবহার করা খুবই জরুরী। আর সেটি হলো এডোবি ফ্লাশ প্লেয়ার (Adobe Flash Player.exe) ফাইলটি ইনষ্টল (install) করে নিন। এরপর কম্পিউটার /ল্যাপটপ টি রি-স্টার্ট (Restart) দিন।

এরপর কম্পিউটার /ল্যাপটপ টি সচল হলে  আপনার সমস্যার সমাধান হবে বলে আমি আশা করি।

সবাই ভাল থাকবেন।

Post a Comment

0 Comments