Ad Code

কম্পিউটার এর কিছু কমন (Common) সমস্যা ও তার সমাধান

সমস্যাঃ Computer অন করার পর বুটিং এর সময় একটি Startup মেনু আসে।
সেখানে Normal mode বা Safe mode এ যাওয়ার জন্য অপশন থাকে। কিন্তু সেই ক্ষেত্রে
Normal mode বা Safe mode ডুকতে চাইলে অপারেটিং সিস্টেম কোনো সাড়া দেয় না? 
সমাধানঃ অপারেটিং সিস্টেম টি Reinstall করে দেখা যেতে পারে। এতেও যদি কোন কাজ না হয় তবে C: ড্রাইভটি Format করে নতুন করে Operating System Install করতে হবে।
সমস্যাঃ কম্পিউটার অন করার পর বুটিং এর শেষে উইন্ডোজ লেখাটি এসে থেমে থাকে। ফলে উইন্ডোজ রান হয় না?
সমাধানঃ যদি  Safe mode – এ কম্পিউটার রান না করে তবে নতুন করে উইন্ডোজ Install করতে হবে। Safe mode – এ কম্পিউটার রান করার নিয়ম হচ্ছে কম্পিউটার অন করার জন্য পাওয়ার বাটনে ক্লিক করার পর পর F8 এ প্রেস করতে থাকুন। দেখবেন একটি কালো স্ক্রিন আসবে তারপর সিলেক্ট Safe mode করুণ।
সমস্যাঃ কম্পিউটার অন করার পর Windows- এর প্রয়োজনীয় System file Missing দেখায়। ফলে Windows রান হয় না।
সমাধানঃ Windows টি Reinstall করে দেখা যেতে পারে। প্রয়োজনে C: ড্রাইভটি Format করে নতুন করে Operating System Install করতে হবে।।
সমস্যাঃ Windows Install করার সময় বিভিন্ন ধরণের ম্যাসেজ দেয়। ফলে Windows Install সম্পূর্ণ হয় না।
সমাধানঃ Windows এর CD টি বদলাতে হবে এবং ভালো মানের CD দিয়ে পুনরায় Install করতে হবে।
সমস্যাঃ Computer অন করার পর বুটিং – এ অনেক সময় নিচ্ছে। ফলে Windows Run হতে অনেক সময় লাগে?
সমাধানঃ C : ড্রাইভটি Format করতে হবে এবং নতুন করে Windows Install করতে হবে।

Post a Comment

0 Comments