Ad Code

Windows 7 এর গতি বাড়ানোর উপায়!

আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজে কম্পিউটার ব্যবহার করে থাকি। দীর্ঘদিন ব্যবহারের ফলে পিসি Slow হয়ে পড়ে। তখন আমাদেরকে Windows  দিতে হয়। আমরা যদি কয়েকটি কাজ নিয়মমাফিক করি তাহলে পিসি Slow হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব।
তাহলে আমরা জেনে নেই আমাদেরকে কি কি কাজ করতে হবে কম্পিউটারকে দ্রুত রাখার জন্য ।
1. Startup apps remove
2. Defragment
3. Use ccleaner,advance system care.
4. Disk checkup
5. Remove unwanted apps.
6. Check  Virus
7. Refresh System rating (for 7)
এখন আসুন বিস্তারিত আলোচনা করা যাক ।
Startup Apps Remove:
আমরা আমাদের পিসিতে অনেক সফট ইন্সটল করি। এগুলোর মধ্যে অনেক গুলিই পিসি চালু হওয়ার সময় চালু হয়ে যায়। এ কারনে আমাদের পিসি চালু হতে দেরি হয়। তাই startup থেকে এই apps  গুলা remove করে দিলে পিসি দ্রুত চালু হবে।
For windows 7 : Go to start> type ” msconfig”> hit enter.  In Box click startup. এখান থেকে অপ্রয়োজনীয় সফট remove করে দিন।
For windows xp : Go To start>run> type “msconfig” > hit enter. বাকিটুকু সেভেন এর মতন।
Defragment: 
আমরা যদি defregment প্রতিদিন করি তাহলে আমাদের পিসি দ্রুত কাজ করতে সক্ষম হবে। তবে সেটি নির্ভর করছে আপনার পিসি কনফিগ, ব্যবহারের ওপর। আপনার পিসির কনফিগ যদি high হয় তাহলে প্রতিদিন না করলেও চলবে। সপ্তাহে একবার /মাসে ১-২ বার। কিন্তু আপনার পিসি যদি Slow config এর হয়, তাহলে প্রতিদিন করাটাই ভালো হবে।
Use ccleaner, advance system care: 
Ccleaner, advance system care সফট ব্যবহার করেও আপনি আপনার পিসিকে ভালো রাখতে পারেন। আমি নিজে ccleaner ব্যবহার করি। এই দুটি সফট ব্যবহার করে cookies, temp, registry clean  করতে পারবেন । এতে আপনার পিসি কিছুটা হলেও দ্রুত কাজ করবে।

Post a Comment

0 Comments