Computer এ Display না আসলে কি করবেন
বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করে । দেশের সকল অফিস আদালত থেকে শুরু করে প্রায় সকল স্কুল কলেজ ও প্রতিটি ঘরে ঘরে কম্পিউটার ব্যবহার হয়। তবে অধিকাংশ মানুষই এর সঠিক ব্যবহার না জানার কারণে বিভিন্ন সময় নানাবিধ সমস্যার সম্মুখিন হয়। আর এই সমস্যাগুলোর মধ্যে খুব কমন একটি সমস্যা হলো কম্পিউটারের Display সমস্যা।
তাই আজ আমি আপনাদেরকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করতে হবে তা নিচে আলোচনা করবো। তাহলে চলুন মূল কথায়।
*** যদি কম্পিউটার অন করার সাথে সাথে দেখেন যে, সিপিও অন হয়েছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না তখন-
প্রথমে কম্পিউটারের Restart Button এ ক্লিক করে কম্পিউটার Restart করুন। যদি তাতেও কোন ফল না আসে তাহলে কম্পিউটারের র্যাম খুলে ভালভাবে পরিস্কার করে দেখুন । যদি র্যাম ভাল থাকে তাহলে অবশ্যই Display পাবে। যদি তাতেও কাজ না হয় তাহলে অবশ্যই কম্পিউটার সার্ভস সেন্টার এ যোগাযোগ করুন।
আমার এই পোস্টটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভাল লাগে তাহলে অবশ্যই Like, Comment দিন এবং Share করে আপনাদের জন্য আরও ভাল পোস্ট নিয়ে আসার উৎসাহ যোগাবেন।
সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করে । দেশের সকল অফিস আদালত থেকে শুরু করে প্রায় সকল স্কুল কলেজ ও প্রতিটি ঘরে ঘরে কম্পিউটার ব্যবহার হয়। তবে অধিকাংশ মানুষই এর সঠিক ব্যবহার না জানার কারণে বিভিন্ন সময় নানাবিধ সমস্যার সম্মুখিন হয়। আর এই সমস্যাগুলোর মধ্যে খুব কমন একটি সমস্যা হলো কম্পিউটারের Display সমস্যা।
তাই আজ আমি আপনাদেরকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করতে হবে তা নিচে আলোচনা করবো। তাহলে চলুন মূল কথায়।
*** যদি কম্পিউটার অন করার সাথে সাথে দেখেন যে, সিপিও অন হয়েছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না তখন-
প্রথমে কম্পিউটারের Restart Button এ ক্লিক করে কম্পিউটার Restart করুন। যদি তাতেও কোন ফল না আসে তাহলে কম্পিউটারের র্যাম খুলে ভালভাবে পরিস্কার করে দেখুন । যদি র্যাম ভাল থাকে তাহলে অবশ্যই Display পাবে। যদি তাতেও কাজ না হয় তাহলে অবশ্যই কম্পিউটার সার্ভস সেন্টার এ যোগাযোগ করুন।
আমার এই পোস্টটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভাল লাগে তাহলে অবশ্যই Like, Comment দিন এবং Share করে আপনাদের জন্য আরও ভাল পোস্ট নিয়ে আসার উৎসাহ যোগাবেন।
সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
0 Comments