হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ রাখবেন যেভাবে
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। মূলত একাধিক অসাধারণ ফিচার এবং শক্তিশালী নিরাপত্তার সুবাদেই ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। এই সামাজিক যোগাযোগমাধ্যমটির একটি বড় সুবিধা হচ্ছে মুঠোফোন পরিবর্তন করলে কিংবা নতুন করে হোয়াটসঅ্যাপ ইন্সটল করার পর হারিয়ে যাওয়া পুরোনো চ্যাট আবার ফিরে পাওয়া সম্ভব। কেননা, এতে রয়েছে চ্যাট ব্যাকআপ নেয়ার সুবিধা।
প্রতিনিয়তই হোয়াটসঅ্যাপে অনেক মিডিয়া, ফাইল ও বার্তা আদান-প্রদান করে থাকেন ব্যবহারকারীরা। ফলে মুঠোফোন হারানো বা চুরি হয়ে যাওয়া, ডিভাইসে ক্রুটি দেখা দেয়া অথবা হ্যাক হওয়ার মতো অপ্রত্যশিত ঘটনার নিয়ে অধিকাংশ মানুষই শঙ্কায় থাকেন। আবার একটি নতুন মুঠোফোন কেনার পর সাধারণত পুরোনো ফোন থেকে সব ডেটা নতুনটিতে সরিয়ে নেয়া একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
যে কারণেই মুঠোফোন পরিবর্তন করা হোক না কেন, যে কোনো অপ্রত্যাশিত ঘটনার দরুণ নিজের গুরুত্বপূর্ণ ডেটা হাতছাড়া হওয়া থেকে রক্ষায় হোয়াটসঅ্যাপের ডেটা ব্যাকআপ রাখা অত্যন্ত জরুরি। কারণ এগুলো ব্যাকআপ না করে ডিভাইস পরিবর্তন করলে এসব ডেটা আর নাও পাওয়া যেতে পারে। তাছাড়া যারা ব্যক্তিগত কাজের বাইরে পেশাদারি কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, ডেটা হাতছাড়া হওয়া তাদের জন্য বেশ দূর্ভাগ্যজনক ব্যাপার।
তাই সেই সমস্যা এড়াতে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি তাদের ব্যবহারকারীদের ম্যানুয়ালি বা স্বয়ংক্রিয়ভাবে ডেটা ব্যাপআপ করতে এবং তাদের চ্যাটের ইতিহাস গুগল ড্রাইভ বা আইক্লাউডে ব্যাকআপ রাখার সুবিধা দেয়। কাজেই কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো ব্যাকআপ রাখবেন, তা নিয়েই সাজানো হয়েছে এই প্রতিবেদন।
গুগল ড্রাইভে আপনার হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ রাখবেন যেভাবে
আপনি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের হোয়াটসঅ্যাপের পূর্ববর্তী চ্যাট ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার গুগল অ্যাকাউন্টের ক্লাউড স্টোরেজ গুগল দিয়ে থাকে এবং ম্যানেজ করে।
তবে ব্যাকআপ করার আগেই আপনার নিশ্চিত হতে হবে যে আপনার ডিভাইসে গুগল অ্যাকাউন্ট চালু রয়েছে কি না। পাশাপাশি আপনার ডিভাইসে গুগল প্লে পরিষেবা ইন্সটল থাকতে হবে। একই সঙ্গে ডেটা ব্যাকআপ করতে আপনার ডিভাইসে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালিও রাখতে হবে। এ বিষয়গুলো নিশ্চিত হওয়ার পর নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি গুগল ড্রাইভে আপনার হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ রাখতে পারবেন।
১. প্রথমেই হোয়াটসঅ্যাপ সেটিংসে যান;
২. চ্যাট অপশনে যেয়ে চ্যাট ব্যাকআপের ক্লিক করুন এবং আপনার ‘গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ করুন’ এ ট্যাপ করুন। ‘নেভার’ অথবা ‘ওনলি হয়েন আই ট্যাপ ব্যাকআপ’ অপশন ছাড়া একটি ফ্রিকোয়েন্সি নির্বাচন করতে হবে;
৩. আপনি যে গুগল অ্যাকাউন্টে নিজের চ্যাট ব্যাকআপ নিতে চান সেটি বেঁছে নিন; এক্ষেত্রে আপনার কোনো গুগল অ্যাকাউন্ট কানেক্ট করা না থাকলে, ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন;
৪. আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাকআপ নিতে চান সেটি বেঁছে নিতে 'ব্যাকআপ ওভার' এ ক্লিক করুন। এক্ষেত্রে আপনাকে দুইটি বিকল্প দেয়া হবে। ওয়াইফাই এবং ওয়াইফাই বা সেলুলার।
৫. একবার সমস্ত সেটিংস নির্ধারণ করা হলে, সফলভাবে ব্যাকআপ করতে 'ব্যাকআপ' অপশনে চাপুন।
অথবা যেকোনও সময় ম্যানুয়ালি চ্যাট ব্যাকআপ করতে সেটিংসে গিয়ে চ্যাট ব্যাকআপ অপশনে ক্লিক করুন। এরপর ব্যাকআপ এ ক্লিক করে ডেটা ব্যাকআপ করুন।
আরও পড়ুন: টেক টিপস /হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার সহজ উপায়
আইওএস-এ কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ করবেন
আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ সংরক্ষণ এবং আপডেট করতে আপনার আইক্লাউড অ্যাকাউন্ট ব্যবহার করে। নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি আপনার আইফোনে হোয়াটসঅ্যাপের ডেটা ব্যাকআপ নিতে পারবেন:
১. প্রথমে আপনার আইফোনের সেটিংসে যান, এবং অ্যাপল আইডিতে ট্যাপ করুন। পরে আইক্লাউড সিলেক্ট করুন;
২. এখানে শুরুতেই আপনার আইক্লাউড অ্যাকাউন্টে লগ ইন থাকার বিষয়টি নিশ্চিত হতে হবে। তারপর নিচে স্ক্রোল করুন এবং ‘হোয়াটসঅ্যাপ’ অপশনটি সিলেক্ট করুন। পরে টগল বাটনটি সক্রিয় করুন;
৩. এ পর্যায়ে হোয়াটসঅ্যাপে ফিরে যান। পরে সেটিংসের চ্যাট অপশনে যান এবং ‘চ্যাট ব্যাকআপ’ অপশনটি নির্বাচন করুন;
৪. ব্যাপআপে আপনি চাইলে ভিডিওগুলোকে অন্তর্ভুক্ত করতে পারেন। অথবা স্বয়ংক্রিয়ভাবে ডেটা ব্যাকআপ বা কতটা ঘন ঘন ডেটা ব্যাকআপ করতে চান সেই বিষয়গুলো নির্ধারণ করুন;
৫. এরপরে ‘ব্যাকআপ নাউ’ তে ক্লিক করুন;
আপনার ব্যাকআপ নিরাপত্তায় আরেকটি স্তর যোগ করতে আপনি চাইলে আপনার গুগল ড্রাউভ বা আইক্লাউডে ব্যাপআপের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করতে পারেন। এক্ষেত্রে কেবল ‘চ্যাট ব্যাকআপ’ অপশনে যেয়ে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ' চালু করলেই হবে। এটি করতে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন অথবা একটি ৬৪ সংখ্যার এনক্রিপশন কি ব্যবহার করতে পারেন।
সূত্র: লাইফস্টাইল এশিয়া এবং হোয়াটসঅ্যাপ হেলপ সেন্টার
0 Comments