আইফোনের পাসকোড ভুলে গেলে রিসেট করবেন যেভাবে
ডিভাইসের সুরক্ষার জন্য আইফোনে পাসকোড ব্যবহার করা হয়। পাসকোড ভুলে গেলে বার বার ভুল পাসওয়ার্ড দিলে ফোন ডিসঅ্যাবল হয়ে যায় অর্থ্যাৎ আইফোনে আর প্রবেশ করা যায় না। তবে পাসকোড ভুলে গেলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই পাসকোড রিসেট করে আইফোন প্রবেশ করা যায়।
ইওএসের বিভিন্ন সংস্করণের জন্য পাসকোড রিসেটের পদ্ধতিও বিভিন্ন।
আইওএস ১৭ যেভাবে রিসেট করবেন
আইফোনের আইওএস ১৭ সংস্করণে ডিভাইস রিসেট করা প্রক্রিয়া সহজ করে দিয়েছে অ্যাপল। ব্যবহারকারী যদি বার বার ভুল পাসকোড দিলে ফোন ডিসঅ্যাবল হয়ে যায়। এই সংস্করণে রিসেটের জন্য যা করতে হবে—
১. আইফোনে ‘Forgot Passcode’ অপশন দেখা গেলে এতে ট্যাপ করুন। এরপর ‘Star Iphone Reset’ নির্বাচন করুন।
২. তবে এই ক্ষেত্রে ফোনের যাবতীয় কনটেন্ট, সেটিংস ও আগের পাসকোড ডিলেট হয়ে যাবে।
৩. এর পর আইফোনে অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। যদি অ্যাপল আইডির পাসওয়ার্ডও ভুলে যান তাহলে এই পদ্ধতি ব্যবহার করা যাবে না।
৪. ডিভাইসে ইসিম থাকে তার তথ্য ডিলিট করা বা রেখে দেওয়ার সুযোগ দেবে আইফোন।
৫. এসব মুছে ফেলার পরে আইফোন আবার চালু হলে স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন। আর অ্যাপল আইডি ক্লাউড থেকে ডিভাইসের ব্যাকআপ করা ডেটাগুলো ডাউনলোড হবে।
৬. এরপর সেটিংস থেকে নতুন পাসকোড ইনস্টল করুন।
আইওএস ১৬ ও আগের সংস্করণে রিসেট করবে যেভাবে
আইওএস ১৬ ও আগের সংস্করণের ক্ষেত্রে আইফোন পুনরুদ্ধারের পদ্ধতিটি একটু আলাদা। এসব সংস্করণে রিসেটের জন্য যা করতে হবে—
১. আইওএসের এসব সংস্করণে ‘Forgot Passcode’ এর পরিবর্তে ‘Erase iPhone’ অপশনটি খুঁজে বের করুন। তবে এই প্রক্রিয়ায় ইসিমের তথ্য ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে নেটওয়ার্ক সেবাদাতাদের মাধ্যমে ই সিমটি আবার সেট করতে হবে।
২. ডেটা মুছে ফেলার অনুমতি দেওয়ার জন্য অ্যাপলের আইডি ও পাসওয়ার্ড দিতে হবে।
৩. এসব মুছে ফেলার পরে আইফোন আবার চালু হলে স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন। আর অ্যাপল আইডি ক্লাউড থেকে ডিভাইসের ব্যাকআপ করা ডেটাগুলো ডাউনলোড হবে।
৪. এরপর সেটিংস থেকে নতুন পাসকোড ইনস্টল করুন।
কম্পিউটার ও রিকভারি মোড ব্যবহার করে
অনেক সময় ওয়্যারলেস রিসেট সম্ভব হয় না। তখন রিকভারি মোড ব্যবহার করে নতুন পাসকোড দিতে হবে। এজন্য একটি উইন্ডোজ বা ম্যাক কম্পিউটার ও একটি উপযুক্ত ক্যাবল লাগবে। এগুলো জোগাড় করার পর নিচের পদ্ধতি অবলম্বন করুন—
১. আইফোন চালু অবস্থায় কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন।
২. রিকভারি মোডে প্রবেশের পদ্ধতি আপনার ফোনের মডেলের ওপর নির্ভর করবে। তাই ফোনে স্ক্রিনের দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৩. এরপর ফোনটি রিকভারি মোডে যাওয়ার পর কম্পিউটারের মাধ্যমে আইফোন রিসেট দিতে হবে।
৪. এই প্রক্রিয়ায় আপনার ফোনে আইওএসের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড হবে। যদি এই ডাউনলোড ১৫ মিনিটের বেশি সময় নেয়, তাহলে রিকভারি মোড থেকে বের হয়ে যেতে হবে এবং আবার চেষ্টা করতে হবে।
৫. আইফোন রিস্টোর হয়ে গেলে আইফোন আবার চালু হলে স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন। আর অ্যাপল আইডি ক্লাউড থেকে ডিভাইসের ব্যাকআপ করে তথ্যগুলো ডাউনলোড হবে।
গুরুত্বপূর্ণ টিপস
আইফোনে পাসকোড পরিবর্তনের সময় অনেক গুরুত্বপূর্ণ ডেটা মুছে যেতে পারে। তাই আইক্লাউডে ব্যবহারকারীর ডেটা আপলোড করে রাখা জরুরি।
0 Comments