পাখি দেখতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার দুরবিন
ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ চলচ্চিত্রের কাল্পনিক চরিত্র। আটলান্টিক মহাসাগরে ভেসে বেড়ানো এমনই কোনো জলদস্যুর কথা চিন্তা করুন। হাতে দুরবিন, মাথায় হ্যাট, এক চোখে কালো কাপড়ের পট্টিবাঁধা আর উষ্কখুষ্ক চুল। হাতের সেই প্রাচীন আমলের দুরবিন দিয়ে বহু কষ্ট করে দূরে দেখে দেখে অন্য জাহাজে পিছু ধাওয়া করতে হতো।
দুরবিন শুধু জলদস্যু নয়, বহু বছর ধরে অভিযাত্রীদের নতুন দিগন্ত দেখতে সহায়তা করেছে। আধুনিক সময়ে শৌখিন পাখি পর্যবেক্ষণকারীরা দুরবিন দিয়েই নানান পাখির ওপরে চোখ রাখছেন। নতুন খবর হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর দুরবিন তৈরি করা হয়েছে। নতুন এআই দুরবিন যেমন ক্যামেরার কাজ করছে, তেমনি ভ্রমণ গাইডের মতো সহায়তা করে। নতুন এআইনির্ভর দুরবিন বা বাইনোকুলারগুলো পাখি দেখাকে অনেক সহজ করে দিয়েছে। তবে এসব দুরবিন বেশ ব্যয়বহুল।
আগে দুরবিন দিয়ে পাখি দেখে তার সম্পর্কে নোট লিখে রাখতেন আভিযাত্রিকেরা। নানা প্রজাতির পাখির ওপরে অসংখ্য নথিপত্র তৈরি করা হতো। দুরবিনের মাধ্যমে প্রথমে পাখিকে চিহ্নিত করা হয়। তারপর সুযোগ পেলে সেই পাখির ছবি তোলার সুযোগ মিলত। কোন প্রজাতির পাখি তা জানতে অনেক দিন অপেক্ষা করতে হতো। এখন এআইনির্ভর দুরবিন সেই সংকট দূর করে দিচ্ছে। অস্ট্রিয়ার স্বরোভস্কি অপটিক বিশ্বের প্রথম জোড়া স্মার্ট বাইনোকুলার বাজারে ছেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এই দুরবিন খুব সহজে ৯ হাজার প্রজাতির পাখি ও অন্যান্য বন্য প্রাণী শনাক্তে সহায়তা করবে।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শোতে দুরবিনটি উপস্থাপন করা হয়। পাঁচ বছর ধরে এই দুরবিনের নকশা করা হয়। অস্ট্রিয়ার টাইরলের একটি কারখানায় এই দুরবিন তৈরি করা হচ্ছে। একটি দুরবিনে যুক্ত আছে ৩৯০টি ক্ষুদ্র যন্ত্রাংশ। এই এআই দুরবিনের লেন্সে কোনো পাখি ধরা পড়লে তা সরাসরি তথ্য খুঁজে নিতে পারে নিজে থেকেই। প্রায় পাঁচ সেকেন্ডের মধ্যে পাখি বা প্রাণীটির নাম পর্দায় দেখা যাবে।
0 Comments