কিভাবে Microsoft Word ফাইলে পাসওয়ার্ড দেয়া যায়
এ
পর্যায়ে আমরা
আলোচনা
করবো
কিভাবে Microsoft
office word ফাইলে
পাসওয়ার্ড দেয়া
যায়।
চলুন
তাহলে
জেনে
নেয়া
যাক
Microsoft office word ফাইলে
পাসওয়ার্ড কিভাবে
দেয়ার
নিয়ম
সম্পর্কে।
আলোচনার সুবিদার্থে আমরা
নিচে
একটি
ওয়ার্কবুকের ডকুমেন্ট ব্যবহার করবো
এবং
সেটিতে
কিভাবে
সিকিউরিটি ব্যবহার করতে
হয়
সেটি
দেখাবো।
এখানে
একটি
বিষয়
হল
যে
ডকুমেন্ট ফাইলটি
ব্যবহার করছি
সেটি
একটি
নতুন
ফাইল,
যা
পূর্বে
কোন
ডকুমেন্ট থেকে
নেয়া
হয়নি।
এখন
আমরা
এই
ডকুমেন্ট ফাইলটিতে পাসওয়ার্ড দিবো,
যাতে
ফাইলটি
সুরক্ষিত থাকে
এবং
যে
কেউ
ফাইলটি
ওপেন
না
করতে
পারে।
সে
ক্ষেত্রে ওয়ার্কবুকের File অপশনে ক্লিক, তারপর
সেখান
থেকে
Save As এ
ক্লিক
করুন।
Use of Password for File Security in
MS Word
উপরের
ছবিতে
লক্ষ্য
করুন,
ফাইলে
সিকিউরিটি দেয়ার
জন্য
পাসওয়ার্ড ব্যবহার করার
কমান্ড
লালদাগ
দ্বারা
চিহ্নিত করা
হয়েছে।
এবার
Save As অপশনে
ক্লিক
করার
পর
ফাইলটি
সেভ
করার
জন্য
একটি
ডায়ালগ
বক্স
আসবে।
File টিতে
পাসওয়ার্ড দেয়ার
জন্য
এবার
ডায়ালগ
বক্সে
নিচের
অংশে
Tools এ
ক্লিক
করুন, একটি অপশন মেনু
আসবে।
এবার
অপশন
মেনুতে
General Option এ
ক্লিক
করুন,
পাসওয়ার্ড ব্যবহারের জন্য
পুনরায়
একটি
ডায়ালগ
বক্স
আসবে।
After Click the Tools Option in
Dialogue Box
উপরের
ছবিতে
লক্ষ্য
করুন,
ফাইলে
পাসওয়ার্ড ব্যবহার করার
জন্য
কমান্ড
গুলো
লালদাগ
দ্বারা
চিহ্নিত করা
হয়েছে।
এবং উপরের নির্দেশ অনুযায়ী General Option এ ক্লিক
করার
পর
পুনরায়
একটি
ডায়ালগ
বক্স
আসবে।
After Click the General Option an
Another Dialogue box has Come
উপরের
ছবিতে
লক্ষ্য
করুন,
General Option এ
ক্লিক
করার
পর
পুনরায়
একটি
ডায়ালগ
বক্স
এসেছে।
এবার
এই
ডায়ালগ
বক্সটিতে Password to open এর ঘরে
পাসওয়ার্ড লিখুন,
ধরুন
1234 এই
সংখ্যা
গুলো
পাসওয়ার্ড হিসেবে
দেয়া
হল।
এখন
যদি
আপনি
ফাইলটিতে পাসওয়ার্ড দেয়া
ছাড়াও
Read only recommended চালু
রাখেন,
তাহলে
আপনার
ফাইলটি
অন্যরা
পরতে
পারবে
কিন্তু
সেটিতে
কোন
নতুন
ওয়ার্ড
ব্যবহার করতে
পারবেনা। Read only recommended সচল রাখতে
চাইলে Read
only recommended এর
ঘরে
ক্লিক
করে
সেটিকে
একটিভ
করুন।
আর
যদি
সচল
রাখতে
না
চান
তাহলে Read
only recommended এর
ঘরে
ক্লিক
করে
সেটিকে
ডিএকটিভেট করুন,
তারপর
OK তে
ক্লিক
করুন।
তাহলে
পুনরায়
Confirm Password নামের
একটি
ডায়ালগ
বক্স
আসবে,
যেটিতে
কনফার্ম পাসওয়ার্ড চাইবে।
এবার
একই
পাসওয়ার্ড এবার
সেখানে
লিখুন
তারপর
OK তে
ক্লিক
করুন,
তাহলে
যে
পাসওয়ার্ডটি দেয়া
হয়েছে
সেটি
সচল
হয়ে
যাবে।
Type Password in the Dialogue Box
উপরের
ছবিতে
লখ
রুন,
প্রথম
ডায়ালগ
বক্সে
পাসওয়ার্ড দেয়ার
পর
OK ক্লিক
করাতে
পুনরায়
একটি
ডায়ালগ
বক্স
এসেছে।
যেখানে
একই
পাসওয়ার্ডটি দিয়ে
পাসওয়ার্ডটি কনফার্ম করতে
হবে।
পাসওয়ার্ড নাম্বারটি কনফার্ম করে
OK ক্লিক
করলে
ডায়ালগ
বক্সটি
চলে
যাবে।
এবার
Save As ডায়ালগ
বক্সে
File Name এর
ঘরে
ফাইলটির একটি
নাম
দিন।
ধরুন
আমরা
ফাইলটির একটি
নাম
দিলাম
” বাংলাদেশের মক্তি যুদ্ধের ইতিহাস” তারপর
ডায়ালগ
বক্সের
OK তে
ক্লিক
করুন।
তাহলে
ফাইলটি
সেই
নামে
সেভ
হয়ে
যাবে।
Complete the Process of Using
Password in MS Word
উপরের
ছবিতে
লক্ষ্য
করুন,
ফাইলটিতে পাসওয়ার্ড দেয়ার
পর
ফাইলের
নাম
দিয়ে
কাজটি
শেষ
করা
হয়েছে। এখন আপনি এই
ফাইলটি
ওপেন
করতে
চাইলে
আপনাকে
অবশ্যই
সেই
গোপন
পাসওয়ার্ডটি ব্যবহার করতে
হবে।
এই
ছিল
আমাদের
আজকের
আলোচনা। আজ
আমরা
আপনাদেরকে কিভাবে
Microsoft Office Word এ
পাসওয়ার্ড দেয়া
যায়
সে
সম্পর্কে ধারণা
দেবার
চেষ্টা
করেছি।
আশা
করি
এই
তথ্যকে
কাজে
লাগিয়ে
এখন
থেকে
আপনার
গুরুত্ব পূর্ণ
ফাইল
গুলোতে
সিকিউরিটি ব্যবহার করতে
পারবেন। যদি
আমাদের
পোস্টটি ভালো
লেগে
থাকে
তাহলে
অবশ্যই
লাইক,
কমেন্ট
ও
শেয়ার
করে
আমাদের
উৎসাহিত করুন।
যাতে
আমরা
আগামীতে আপনাদের কাছে
আরও
ভালো
কিছু
নিয়ে
আসতে
পারি।
ধন্যবাদ…
2 Comments
শুভেচ্ছা জানাচ্ছি,
ReplyDeleteআমি তাবাসসুম, ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।
আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কমিশন এবং বোনাস সহ নানান ধরনের সুবিধা পাবেন ইন্সটাফরেক্স পার্টনার হিসাবে।
আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন।
আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।
ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।
Skype ID: Tabassum IFX
আসলে আমি বুঝতে পারিনি, আমার কাজটা কি, আমি কি করব?
ReplyDelete